বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে প্যারাগুয়ের কাছে ০-১ গোলে হারলো মেসিবিহীন আর্জেন্টিনা। কর্দোবার এস্তাদিও মারিও আলবার্তো কেম্পেসে খেলায় প্রাধান্য দেখায় আর্জেন্টিনা। কিন্তু ১৮ মিনিটে ঝড়োগড়ির আক্রমণে, গঞ্জালেজের গোলে লিড পায় প্যারাগুয়ে।
দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে সার্জিও আগুয়েরো গোল করতে ব্যর্থ হলে সমতায় ফিরতে পারেনি আলবিসেলেস্তেরা। এর ২ মিনিট পর রোহো গোল করলেও রেফারির বিতর্কিত অফসাইডের সিদ্ধান্তে হার নিয়েই মাঠ ছাড়তে হয় আর্জেন্টিনাকে।
অারেক খেলায় ভেনেজুয়েলাকে ২-০ গোলে হারিয়েছে নেইমারহীন ব্রাজিল। এস্তাদিও অলিম্পিকো মেট্রোপলিতানো ডি মেরিদাতে খেলার ৮ মিনিটে গ্যাব্রিয়েল জেসাসের গোলে লিড নেয় ব্রাজিল। ৫৩ মিনিটে উইলিয়ান গোল করলে সহজ জয় নিশ্চিত হয় সেলেসাওদের।
এম